বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
এটি একটি ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। যোগাযোগ: ডা: তপতী চৌধুরী, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা মোবাইল: ০১৭৩৬০০৩৪৯৫ |
কমিউনিটি ক্লিনিক |
বোরহানউদ্দিন উপজেলার চালুকৃত ২৭ টি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ৬ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। |
ইপিআই |
কমিউনিটিতে নিয়মিত ইপিআই সেশনে শিশুদের ৮ টি রোগের ভ্যাকসিন নিয়মিত প্রদান করা হয় এবং মহিলাদের সিডিউল অনুয়ায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনাতা সৃষ্টি করা হয়। |
জাতীয় টিকা দিবস |
বছরে ২ রাউন্ডে জাতীয় টিকাদিবসে ০-৫ বছরের সকল শিশুকে পোলিও টিকা প্রদান করা হয়। এই পোলিও টিকার মাধ্যমে পোলিওমুক্ত বাংলাদেশ গঠনে স্বাস্থ্য বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন |
বছরে ২ বার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ কমিউনিটিতে ১ - ৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। |
কৃমি নিয়ন্ত্রন |
বছরে ২ বার সকল শিশুকে কৃমিনাশক বরি খাওয়ানো হয় এবং কৃমিনিয়ন্ত্রন সপাহের মাধ্যমে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৬ - ১২ বছরের সকল ছাত্র ছাত্রীদের কৃমি নাশক বরি খাওয়ানো হয। |
যক্ষ্মা |
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কফ পরীক্ষার মাধ্যমে যক্ষ্মারোগী সনাক্ত করা হয় এবং সনাক্তকৃত যক্ষ্মা রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস